তাহিরপুর প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২১
০৭:৫১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২১
০৭:৫১ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে দেড়মাস আগে হারিয়ে যাওয়া পোষা বিড়াল লিওর খোঁজ পেয়েছে জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।
খবর পেয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাহিরপুর উপজেলা সদরে এসে প্রিয় পোষা বিড়াল লিওকে কাছে পেয়ে কোলে তুলে নেন ওই নারী।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায়পাড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে। পরে ঢাকা থেকে ভিডিও কলে জুলিয়া ওয়াসিমান নিশ্চিত করেন এটিই তার হারিয়ে যাওয়া পোষা বিড়াল লিও।
সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন জানান, দেড় মাস আগে হারিয়ে যাওয়া প্রিয় বিড়াল লিওকে খোঁজার মধ্য দিয়ে জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের পোষা প্রাণীর প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
প্রসঙ্গত, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সঙ্গে থাকা পোষা বিড়াল লিওকে হারিয়ে ফেলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। এরপর কেটে গেছে দেড়মাস। হারিয়ে যাওয়া বিড়ালের সন্ধানে অনেক দিন তাহিরপুরের বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া বিড়ালের সন্ধানে মাইকিং করানো হয়। তাতেও লিওর খোঁজ না পেয়ে রবিবার নিজ দেশে যাওয়ার উদ্দেশে তাহিরপুর ছেড়ে ঢাকায় ফিরে যান তিনি।
এ এইচ/বি এন-০৩