শান্তিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২১
১০:৫৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২১
১০:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।
রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, জেলা যুগ্ন পরিচালক ড. রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন।
এস টি/বি এন-১৩