তাহিরপুর প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনভর ধরে চলা এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
এ সময় যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে অর্থদণ্ড এবং দুইজনকে অর্থ ও কারা উভয় দণ্ড দেওয়া হয়েছে।। পরে জব্দকৃত সেভ মেশিনগুলো ধ্বংস করা হয়।
সূত্রে জানা গেছে, অভিযানে ১০টি মামলায় ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে আট লাখ ৫০ হাজার টাকা এবং আরও দুইটি মামলায় দুইজনকে দুই লাখ টাকা জরিমানাসহ প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরো ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ এইচ/বি এন-০৪