নবীগঞ্জে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২১
০৫:৪৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৫:৫০ পূর্বাহ্ন



নবীগঞ্জে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে বিবিয়ানা নদী থেকে অবৈধ ভাবে বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে তিনজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ অভিযান পরিচালনা করেন।

অবৈধ বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে ভিট মাটি উত্তোলন করার দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৬), বাগাউড়া গ্রামের দুলাল মিয়া (২৭) ও সদরঘাট মাঝহাটি গ্রামের মো. তাহের মিয়া নামের ৩ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এস. আই লোকেশ চন্দ্র দাসসহ একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

এ এইচ/বি এন-০৫