শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২১
০৬:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২১
০৬:০২ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের সুতাং শাহজীবাজারে নানাবিষয় নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলে মানুষের ঢল নেমেছে।
শাহজীবাজার সুন্নী ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে এক মাহফিলের আয়োজিত হয়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে সন্ধ্যার পরেই মানুষজন আসতে থাকেন। অসংখ্য মানুষ তাহেরির বয়ান শুনার জন্য অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় প্রতিক্ষার পর রাত ১ টায় মঞ্চে আসেন গিয়াস উদ্দিন আত তাহেরি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বয়ান পেশ করছেন। তাহেরির উপস্থিতি দেখেই চারিদিকে মানুষের কন্ঠে তাকবির উঠতে থাকে। সুতাং নদীর পাড়ে মাহফিলের মঞ্চের চারপাশে মানুষের ঠিল ধরার ঠাই ছিল না। বৃদ্ধ, যুবক, বালকের পাশাপাশি নারীদের উপস্থিতি ও ছিল দেখার মত।
আয়োজক কমিটির একজন জানান, প্রতিবছরই আমরা এ আয়োজন করে আসছি, করোনার প্রভাবে এই মাহফিল বন্ধ ছিল।
এই মাহফিলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
এসডি/আরসি-০১