ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২১
০৯:১০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২১
০৯:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ইছামারী গ্রামে গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ (ওয়াসসহ) ৭ জন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। তাঁদের বাড়ি উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, উপজেলার ইছামারী গ্রামে মাদকব্যবসায়ী জোয়াকিন তজুর (৫২) বসতঘরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বেচা কেনা হচ্ছিল। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে ২লিটার চোলাই মদ ও ১৪১লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকব্যবসায়ী জোয়াকিন তজুসহ সাতজন মাদকব্যবনায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এস এ/বি এন-০৪