শান্তিগঞ্জে ভোটের আগেই মারা গেলেন ইউপি সদস্য পদপ্রার্থী

শান্তিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২০, ২০২১
০৪:০৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৪:০৫ অপরাহ্ন



শান্তিগঞ্জে ভোটের আগেই মারা গেলেন ইউপি সদস্য পদপ্রার্থী

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটের আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন টিউবওয়েল প্রতীকে ইউপি সদস্য পদপ্রার্থী এলাইছ উদ্দিন।  

আজ শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ চরহটি গ্রামে নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন। পারিবারের লোকজন তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১.৩০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

মারা যাওয়া ইউপি সদস্য পদপ্রার্থী শান্তিগঞ্জ উপজেলার ০২নং জয়কলস ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য পদপ্রার্থী। তিনি জামলাবাজ গ্রামের চরহাটি গ্রামের মৃত করম আলীর ছেলে।  

ইউপি সদস্য প্রার্থী এলাইছ উদ্দিনের বড় ছেলে তোফায়েল আহমদ জানান, আজ সকাল বেলা বাবা নাস্তা শেষে নির্বাচনী প্রচারণার জন্য গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন।  তখন আমার বাবা এলাইছ উদ্দিন বুকের মধ্যে ব্যথা অনুভব করেন। সাথে সাথে আমার বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া যাই। পরে ওসমানী হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  আজ রাতে বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

উল্লেখ্য, নির্বাচন কমিশনঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ওই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

এস টি/বি এন-০৪