জামালগঞ্জে জোহরা রশিদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২১, ২০২১
০৫:৪৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২১
০৫:৪৮ অপরাহ্ন



জামালগঞ্জে জোহরা রশিদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের জামালগঞ্জে জোহরা রশিদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

রবিবার (২১ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব লম্বাবাঁক গ্রামবাসীর আয়োজনে প্রবাসী শিল্পপতি মনির হোসাইনের অর্থায়ন ও জহিরুল হক, নূরুজ্জামানের ভ‚মি দানে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। 

এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক তালুকদার।

উপজেলা যুবলীগের সদস্য ইমরান আলী তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কারে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামী সংস্কৃতি বিকাশের লক্ষে প্রতিটি জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই মধ্যে ৫০টি মসজিদের উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ পর্যায়ক্রমে চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা সকলে দোয়া করবেন। পরে লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

বি আর/বি এন-১২