নবীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২১
০৫:৪৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২১
০৫:৫৩ পূর্বাহ্ন
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানকে নির্বাচনী আচরণ বিধিমালার ১১ও ১৩ নং বিধি লংঘন করে মিছিল-শোডাউন করার দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ নভেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে । তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন । প্রার্থী যত প্রভাবশালীই হোক কাউকেই ছাড় দেয়া হবে না ।
এ এইচ/বি এন-০৩