তাহিরপুর প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে মাহমুদুল হাসান নাঈম (২০) নামে এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বাদাঘাট সরকারি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর চিৎকারে সহপাঠী ও পথচারীরা তাকে উদ্ধার করে।
এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে এক যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার।
এ এইচ/বি এন-০২