ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলন, চারজনকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২৪, ২০২১
০৭:১৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২১
০৭:১৭ অপরাহ্ন



ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলন, চারজনকে জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের পেছনে থাকা জমিতে দুটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৪নভেম্বর) বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম এই আদালত পরিচালনা করেন।

এ সময় ইমরান হোসেন (২৮), বিল্লাল হোসেন (২২), নূরু মিয়া (৩২), সানা উল্লাহ (২৮) নামের চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দণ্ড পাওয়া ব্যক্তিদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাহাদূরপুর ও চিরাম গ্রামে। 

সহকারী কমিশনার ( ভূমি) মো. রেদুয়ানুল হালিম বলেন, ওই চারজন ব্যক্তি বেশ কয়েকদিন ধরে উপজেলার বেখইজোড়া গ্রামের পেছনের জমিতে অবৈধভাবে দুটি ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এই চারজন ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনে এই চারজন ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এসএ/বিএ-০২