দিরাইয়ের ৯ ইউনিয়নে ৫৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

দিরাই প্রতিনিধি


নভেম্বর ২৫, ২০২১
০৯:১১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২১
০৯:১১ অপরাহ্ন



দিরাইয়ের ৯ ইউনিয়নে ৫৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৫৩৬ জন মনোনয়ন দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

শেষ দিনে ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে ৬০, মেম্বার ৩৬৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জনসহ মোট ৫৩৬ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১ ও ৪৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।  

রফিনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, মেম্বার ৩৬, সংরক্ষিত ১৩, ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৩৫, সংরক্ষিত ১২, রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৪১, সংরক্ষিত ১৫, চরনারচর ইউনিয়নে চেয়ারম্যান ৭, মেম্বার ৫১, সংরক্ষিত ১৭, দিরাই সরমঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান ৮, মেম্বার ৪০, সংরক্ষিত ৯, করিমপুর ইউনিয়নে চেয়ারম্যান ৭, মেম্বার ৩৫, সংরক্ষিত ১০, জগদল ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৩৮, সংরক্ষিত ৯, তাড়ল ইউনিয়নে চেয়ারম্যান ৬, মেম্বার ৪০, সংরক্ষিত ১৩ ও কুলঞ্জ ইউনিয়ন থেকে চেয়ারম্যান ৮, মেম্বার ৫১, সংরক্ষিত ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।  

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা  বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপজেলার ৯ ইউনিয়ন থেকে চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারসহ ৫৩৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২৯ নভেম্বর প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে।

চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন রফিনগর ইউনিয়নে আওয়ামী লীগের  নৌকা প্রতীকে শৈলেন্দ্র কুমার তালুকদার। দলের বিদ্রোহী প্রার্থী  বর্তমান চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা বদরুল আলম, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন।

ভাটিপাড়ায় ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের  মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান কাজী, বদরুল ইসলাম চৌধুরী মিফতা, বিএনপি নেতা রুহুল আমিন তালুকদার, যুবকীগ নেতা বিজিত চন্দ্র দাস, স্বতন্ত্র শিব্বীর আহমদ। 

রাজানগরে ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীকের  সফিকুল হক তালুকদার।দলের বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, আমিন মিয়া,রানা মিয়া,নওশেরান চৌধুরী।

চরনারচরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের  জগদীশ সামন্ত। বিদ্রোহী প্রার্থী,  পরিতোষ রায়,পরেশ লাল রায়।স্বতন্ত্র আছেন রতি কান্ত দাস, তুরাব আলী,সামছুল আলম তালুকদার, রুকনুজ্জামান জহুরী। 

দিরাই সরমঙ্গলে  আওয়ামীলীগের  নৌকা প্রতীকের রঞ্জিত রায়। বিদ্রোহী প্রার্থী  বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী, কানু লাল দাস, সেলিম মিয়া,আবুল বাশার,তপন দাস।জাসদের কৃষ্ণ কান্ত রায়, স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল।

করিমপুরে আওয়ামীলীগের নৌকা প্রতীকের লিটন চন্দ্র দাস। বিদ্রোহী প্রার্থী সিজিল মিয়া। স্বতন্ত্র প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, আতাউর রহমান বাদশা, সেলিম সরদার, জাসদের তপু দাস ও যুবলীগ নেতা রামীম চৌধুরী। 

জগদল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী  হুমায়ুন রশিদ লাভলু। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ,স্বতন্ত্র আব্দুল বসিত, তোফায়েল আহমেদ,এমদাদুল হক আরকান।  বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কায় জহিরুল ইসলাম।

তাড়ল ইউনিয়নে  আওয়ামী লীগের সেক্রেটারি  আহম্মদ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল কদ্দুস, সাবেক চেয়ারম্যান  আকিকুর রেজা পুলিশ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, আলী আহমেদ, লাল মিয়া । 

কুলঞ্জ ইউনিয়নে  দলীয় প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ মিলন মিয়া। বিদ্রোহী প্রার্থী পবিত্র মোহন দাস,চান মিয়া চৌধুরী।স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, একরার হোসেন, আলাউর রহমান আলা, লন্ডন প্রবাসী আনহার মিয়া,আবু সালেহ।

এএইচ/আরসি-২৩