নবীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২১
০৯:৪৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২১
০৯:৪৭ পূর্বাহ্ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলের বাহিরে কাজ করার অভিযোগে ১২ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া প্রার্থীরা হলেন, পূর্ব ভাকৈর ইউনিয়নের সহ-সভাপতি খালেদ মোশারফ, সদস্য মেহের আলী মহালদার, আওয়ামীলীগ নেতা জায়েদ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য নোমান হোসেন, উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা আবু তালিব নিজাম, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামী লীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু, আওয়ামী লীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ।
তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এ এইচ/বি এন-০৯