নবীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৬:০৬ পূর্বাহ্ন
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মতিউর রহমানের বাড়ি থেকে প্রায় ৩ হাজার পিস সদ্য তৈরিকৃত সুপারী গাছ ও বাঁশের তৈরি টেটা ও প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে প্রচুর পরিমাণ ইট পাথর উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে বর্তমান মেম্বার সাবু মিয়ার চাচাতো ভাই মৃত ইরশাদ উল্লার পুত্র মোস্তফাপুর গ্রামের মতিউর রহমানের বাড়ী থেকে উল্লেখিত পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় বর্তমান মেম্বার সাবু মিয়ার চাচাতো ভাই মতিউর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ।
এ এইচ/বি এন-০২