মধ্যনগরে বিনামুল্যে চিকিৎসা সেবা পেল অর্ধশতাধিক নারী পুরুষ

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২৭, ২০২১
০৭:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৭:৫২ অপরাহ্ন



মধ্যনগরে বিনামুল্যে চিকিৎসা সেবা পেল অর্ধশতাধিক নারী পুরুষ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামের  অর্ধশতাধিক নারী পুরুষকে বিনামুল্যে শরীরের তাপমাত্রা নির্ণয়, ব্লাড প্রেসার ও ওজন মেপে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।  আজ শনিবার (২৭নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় অজিৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে পাঠাগার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন অজিৎ স্মৃতি পাঠাগারের সদস্য প্রশিক্ষিত নার্স মুক্তা সরকার। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী তালুকদার,অজিৎ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা অসীম সরকার,পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি অধীর সরকার,সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন চাকলাদার প্রমুখ।

এসএ/বিএ-০৫