বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খেলা ডেস্ক


নভেম্বর ২৯, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৪:৫৩ অপরাহ্ন



বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফ্যাশন হাউজ মাহার স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম। 

এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মো. দুলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু বক্কর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ সভাপতি ইউসুফ আলী, কোষাধক্ষ্য শাহিন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী, কার্যনির্হাবী কমিটির সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়ছল, মাহমুদ হোসেন, সুব্রত দাস। আরো উপস্থিত ছিলেন নাজমুল কবির পাভেল, শাহ মোঃ কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম-২, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, রেজা রুবেল, এ.টি.এম তুরাব, পল্লব ভট্টাচায, আজমল আলী প্রমুখ।

এ সময় প্রধান অতিথি মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক প্রশান্তি বিকাশে অপরিসীম ভুমিকা রাখে। ফটো সাংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা। ফটো সাংবাদিকগণ তাদের ক্যামেরার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে থাকেন। তিনি তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এএন/০৪