শান্তিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২১
০৮:০৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২১
০৮:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সম্ভ্যাবতা যাচাই করেছে মাঠ সমীক্ষা টিমের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইন্সস্টিটিউট সংলগ্ন পূর্ব পার্শ্বে উপজেলা পর্যায়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেছে মাঠ সমীক্ষা দলের প্রতিনিধি দল।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হালুয়ারগাঁও এর অধ্যক্ষ মো. আব্দুর রব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাঠ গবেষণা কর্মকর্তা সৈয়দ ফরহাদ আলী, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অধীনে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে সরকার।
এস টি/বি এন-০১