দোয়ারাবাজার প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
পাহাড়ি নদী চিলাই এর ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারাচ্ছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের হাওর অধ্যুষিত রায়নগর গ্রামবাসী।
হেমন্তে নদীর পানি কমে যাওয়ায় ভাঙন এখন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন কবলিত রায়নগর গ্রামের অন্তত ৪০টি পরিবারের লোকজন এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
শুষ্ক মৌসুমের মধ্যেই ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে বৃষ্টিপাত শুরু হলে ৪০টি পরিবারের বসতঘর ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সমূহ শংকা দেখা দিয়েছে।
গ্রামবাসী জানান, চিলাই পাহাড়ি নদী। প্রতিবছর উজানের ঢলে ওই নদী তাদের সর্বস্ব নিয়ে যায়। কিন্তু দুর্দশা দেখার কেউ নেই। পানি কমে গেলে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। নদীর পূর্ব তীরঘেঁষে হাওরের অবস্থান থাকায় পূর্বপাড়েও বাড়িঘর স্থানান্তর করতে পারবেন না তারা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নদী ভাঙনের কবল থেকে উদ্ধারে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানান গ্রামবাসী।
এ দিকে নদী ভাঙন প্রতিরোধে উদ্যোগ নিতে রবিবার দুপুরে রায়নগর গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশক আলী, আবদুল বারী, কালামিয়া, আমীরুল হক, কমর আলী, নুরুল আমিন, জিয়া উদ্দিন, নওশাদ আলী, শামসুল হক, আং ছোবহান, ইসলাম উদ্দিন, আবদুল আজিজ, আবদুল হামিদ, আলামিন, আং শহীদ, আং বছির, আং মজিদ, আসাদ আলী, আলী আমজদ, আইনুল হক, বাবুল মিয়া, নজরুল ইসলাম, আইয়ুবুন নেছা, করিমুন নেছা, সোনারা বেগম, মহিবুন নেছা, আয়মনা বিবি, কামরুন নেছা, আছিয়া বেগম, জোছনা বেগম প্রমুখ।
এইচ এইচ/বি এন-০৯