শান্তিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২১
১০:২২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
১০:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার মো. আতাউরর হমান, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ, জয়কলস ইউনিয়নের নবাগত চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মুক্তযোদ্ধা সফিকুর রহমান, শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
এস টি/বি এন-০৯