শান্তিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৭, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১
(১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর) উপলক্ষ্যে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আয়োজিত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ও উপজেলা অ্যাডভোকেসি এবং পরিকল্পনা সভা অনুষ্ঠানে ডা. আয়শা ফারহানার সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আনোয়ার উজ জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিবারি পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, শান্তিঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক এমদাদুল হক প্রমুখ।
উক্ত সভায় ক্যাম্পেইন সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. জসিম উদ্দিন শরিফী এবং ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মূল্যবান বক্তব্য ও মতামত প্রকাশ করে বলেন-এবার উপজেলার ১৯২ টি ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কেন্দ্র স্থাপনের মাধ্যমে আগামী (১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর) পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এস টি/বি এন-০২