সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম তালিম উদ্দিন (৫৮)। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নিহতের বাড়ির পাশের সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত তালিম উদ্দিনের ভাতিজা জিহাদুল হকের সঙ্গে প্রতিবেশি পারুল মিয়ার পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুজনের কথা কাটিকাটি হয়। এসময় তালিম উদ্দিন আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পারুল। সঙ্গে সঙ্গে তালিম উদ্দিন অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তালিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।
সুনামগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ শহিদুর রহমান জানিয়েছেন, নিহত বৃদ্ধের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বিকেল ৫ টা পর্যন্ত নিহতের আত্মীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।
এসএরএ/আরসি-০৭