দোয়ারাবাজার প্রতিনিধি
ডিসেম্বর ০৮, ২০২১
১০:১৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
১০:৪৯ অপরাহ্ন
দোয়ারাবাজারে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীন উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামণ্ডার সফর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল মিয়া প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এনজিও সংস্থার কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগন, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এইচ এইচ/বি এন-08