ধর্মপাশায় চেয়ারম্যান পদে ৫৮জনসহ ৫১৪ প্রার্থীর মনোনয়ন জমা

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন



ধর্মপাশায় চেয়ারম্যান পদে ৫৮জনসহ ৫১৪ প্রার্থীর মনোনয়ন জমা

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানের শেষ  সময়সীমা ছিল আজ বৃহস্পতিবা (৯ ডিসেম্বর)। এ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মুক্তার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার সেলবরষ  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, পাইকুরাটি  ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য ৪৭ জন ,সংরক্ষিত নারী ১৪ জন, মধ্যনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য ৩৭ জন ,সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, চামরদানী  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, সুখাইড় উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন, সংরক্ষিত নারী  সদস্য পদে ১৩ জন, সুখাইড় রাজাপুর দক্ষিণ  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য ৩১ জন ,সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, বংশীকুণ্ডা দক্ষিণ  ইউনিয়নরে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসএ/আরসি-১৩