ধর্মপাশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ১৩, ২০২১
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২১
০২:০২ পূর্বাহ্ন



ধর্মপাশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশায় ঘরের ভেতর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চাঁদনী আক্তারের (২১) লাশ উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রাম থেকে উদ্ধার করা হয়।

চাঁদনী আক্তার রাজাপুর রংপুরহাটি গ্রামের দিনমজুর হুমায়ূন মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী।

তিনি বলেন, ওই গৃহবধূকে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বসঘরের আঁড়ের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ওই গৃৃহবধূর লাশ সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় গৃহবধূর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ/আরসি-১১