দোয়ারাবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
দোয়ারাবাজারে মিতালি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন মেয়র নাদের বখ্ত।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মিতালি পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এরপূর্বে স্কুল মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে মেয়র নাদের বখ্ত বলেন, খেলাধুলা মানসিকতার উন্নয়ন ঘটায় এবং সামাজিক অবক্ষয় রোধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী, বীরমুক্তিযোদ্ধা এম কালামিয়া, আওয়ামীলীগ নেতা অসিত তালুকদার, প্রবীণ সাংবাদিক এম এ করিম লিলু, ইউপি সদস্য অজিত চন্দ্র দাস প্রজিত, সাইফুল ইসলাম।
খেলা পরিচালনায় রয়েছেন মিতালি স্পোর্টিংক্লাবের সভাপতি সুজন মিয়া, সহসভাপতি জামাল মিয়া, মানিক মিয়া, সাধারণ সম্পাদক পারভেজ আলম, সহসাধারণ সম্পাদক বাতির হোসেন, কোষাধ্যক্ষ রিপন কুমার দাস, সহকোষাধ্যক্ষ সবুজ মিয়া প্রমুখ।