জামালগঞ্জে জলকলি’র মোড়ক উন্মোচন

জামালগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৩, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন



জামালগঞ্জে জলকলি’র মোড়ক উন্মোচন

জামালগঞ্জ সাহিত্য পরিষদের কর্তৃক প্রকাশিত সঙ্কলন ‘জলকলি’র মোড়ক উন্মোচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জামালগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক পঙ্কজ শীল। সম্মেলনে মহসিন কবিরকে সভাপতি, পঙ্কজ শীলকে সাধারণ সম্পাদক ও মো. বায়েজীদ বিন ওয়াহিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সদস্য সচিব এম আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। 

পরিষদের যুগ্ম আহŸায়ক বিশ্বজিত রায়ের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন, জামালগঞ্জ সরকারি কলেজের (অব.) প্রভাষক অখিল চন্দ্র তালুকদার। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, পরিষদের উপদেষ্টা বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভ‚ষণ চবক্রর্ত্তী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েল, উপজেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা খেলাঘর সভাপতি আলী আক্কাছ মুরাদ, সাহিত্য পরিষদের সদস্য মহসিন কবির, রেজাউল করিম কাপ্তান।

এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, সুধীর পাল, আব্দুর রশিদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, মো. বায়েজীদ বিন ওয়াহিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমাÐের আহবায়ক মো. জালাল মিয়া, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদ, দেশ প্রবাসের সভাপতি মো. নূরুল হক প্রমুখ। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বি আর/বি এন-০৯