ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
১০:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এমরান হোসেন।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. মাহমুদুল হাসানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি, সাংবাদিক সালেহ আহমদ, জয়শ্রী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সজল আমিন, বেসরকারি সংস্থা মামণি প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বরুণ রায় প্রমুখ।
এস এ/বি এন-১০