দোয়ারাবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
১০:৪৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
১০:৪৫ অপরাহ্ন
দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন ঘিরে জেলা পরিষদ সদস্য, জেলা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের এপিপি, সাবেক ছাত্রনেতা অ্যাডভোট আবদুল আজাদ রুমান দিনব্যাপী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপি দোয়ারাবাজার উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, জীবনমানের বিভিন্ন সূচকে পিছিয়ে থাকা দোয়ারাবাজার উপজেলার আর্থ-সামাজিক, অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি আধুনিক, মডেল উপজেলা গঠনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।
গণসংযোগকালে তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ'লীগ নেতা আবদুল হামিদ, অসিত তালুকদার, কামাল আহমদ, তাহের উদ্দিন, সাজিদুর রহমান, জহিরুল ইসলাম, শাহাব উদ্দিন তালুকদার, কামাল পারভেজ, আবুল হাসনাত সোলায়মান, শফিক মামুন, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ প্রমুখ।
এইচ এইচ/বি এন-১২