মধ্যনগরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে জরিমানা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৬, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন



মধ্যনগরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে জরিমানা

নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্যে কৃষকদের কাছে ইউরিয়া সার বিক্রি করার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে  শফিকুল হক (৪৮) নামের ঐ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ড পাওয়া ওই ব্যক্তি উপজেলার চামরদানী ইউনিয়নের নিয়োজিত বিসিআইসি অনুমোদিত মেসার্স রাকিব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সার ডিলার রফিকুল হকের  নিয়োজিত প্রতিনিধি।

আজ বুধবার (১৫ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা কবীর হোসেন, বিসিআইসি অনুমোদিত সার ডিলার শাকের হোসেন সাগর, সাংবাদিক শামীম আহমেদ প্রমুখ।

এসএ/আরসি-১৩