শান্তিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২১
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান জাতীয় দিবস উপলক্ষে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলার কেন্দ্রেীয় শহীদ মিনারে বুধবার দিবাগত রাত ১২.০১ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাধারণ সম্পাদক মো. আমিনুর রশীদ আমিনের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো.ইলিয়াছ মিয়া, মো. সিরাজ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইরান উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুর রহমান আসাদ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সাকার উদ্দিন, ছাব্বির আহমদ, হেলাল আহমদ, তানিম আহমদ, সাদেক আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাউছার আহমদ, শাকিল আহমদ, ফরিদ আহমদ, আলী নেওয়াজ, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসটি/বিএ-০১