শান্তিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২১
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১
০১:২০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শরিফী।
পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্হিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এর হলরুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপজক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. আয়েশা ফারহানা, নার্সিং সুপারভাইজার মতিউল ইসলাম, স্যানাটারি ইন্সপেক্টর শহিদুল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ, অফিস স্টাফ শুশান্ত কর্মকার, সিএইচসিপি লিটন চক্রবর্তী ও রিপন দে প্রমূখ।
বিকেলে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
এসটি/আরসি-১৩