জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২১
০৯:২০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১
০৯:৩৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শপথ বাক্য পাঠে অংশ গ্রহণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল কাইয়ুম,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব খালেদ আহমদ, ও মুক্তিযোদ্ধা সন্তান রাজ শেখর বৈদ্য প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, নগদ অর্থ ও খাবার প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ ।
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পরিষদ ও শিল্পকলা একাডেমির উদ্যাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ এ/বি এন-০৩