শান্তিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২১
০৮:১৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২১
০৮:১৪ অপরাহ্ন
‘বাল্যবিবাহ রোধ করি অপরিকল্পিত গর্ভপাত বন্ধ করি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ ১৮-২৩ ডিসেম্বর এন এস ভি ও ইমপ্লান্ট ক্যাম্প এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও জয়কলস ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. ননী ভূষণ তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরী।
এস টি/বি এন-০৬