জাপানের কাছে ৫ গোল খেল বাংলাদেশ

খেলা ডেস্ক


ডিসেম্বর ১৯, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন



জাপানের কাছে ৫ গোল খেল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও হারের স্বাদ পেল বাংলাদেশ। জাপানের কাছে জিমি-খোরশেদরা আজ ৫-০ গোলে হেরেছে। লড়াই তো দূরের কথা, নূন্যতম প্রতিরোধ গড়তেও দেখা যায়নি স্বাগতিকদের। প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ যা একটু ভালো খেলেছিল, পরের দুই কোয়ার্টার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে জাপান।

শনিবার (১৮ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের ২১তম মিনিটে কেনতা তানাকার হিটে এগিয়ে যায় এশিয়ান হকির র‌্যাংকিংয়ে চার নম্বর দল জাপান। তিন মিনিট পর পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন রাইকি ফুজিমা। তৃতীয় কোয়ার্টারে কাতো রাইওসেইয়ের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় জাপানের হাতে।

চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করে ফেলেন সেরেন তানকা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল এশিয়ার র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ।

ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হারে গোবিনাথান ইমানের দল। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও জাপানের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

আরসি-০৮