ধর্মপাশায় মনোনয়ন প্রত্যাহার করলেন এক চেয়ারম্যান প্রার্থী

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ২০, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন



ধর্মপাশায় মনোনয়ন প্রত্যাহার করলেন এক চেয়ারম্যান প্রার্থী

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো. শফিকুল ইসলাম (৪৯) তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে  সংবাদ সম্মেলন করেছেন। 

আজ রবিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে  এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, মো. শিফকুল ইসলামের বাড়ি উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামে। তিনি ওই ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক লীগের ইউনিয়ন শাখার সহসভাপতি পদে রয়েছেন। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে পাঁচজন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন আজিম মাহমুদ।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলামের এলাকায় বেশ জনপ্রিয়তা থাকা স্বত্তেও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার লক্ষে স্থানীয় সাংসদের পরামর্শে তিনি আজ রবিবার দুপুর একটার দিকে সংশ্লিষ্ঠ ইউনিয়নের রিটার্নিং কর্মর্তার কাছে লিখিত আবেদন করে তাঁর মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী বছরের ৫ জানুয়ারি এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  ওই  ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা বর্তমানে চারজন। এই  ইউনিয়নে ভোটার সংখ্যা ২১ হাজর ৯৭ জন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক সেলিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক মোবারক হোসেন,মধ্যনগর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব বলেন, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী ছিলেন। এর মধ্যে মো. শফিকুল ইসলাম নামের চেয়ারম্যান পদের এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এসএ/আরসি-১৮