ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
মুজিব শতবর্ষে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ জাগরনী সপ্তাহ (১৪ডিসেম্বর থেকে ২১ডিসেম্বর পর্যন্ত) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে এ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৭২জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ৫৭জন ব্যবসায়ীর প্রত্যেককে ৩০ হাজার টাকা মুল্যের চেক ও ১৫জন ব্যবসায়ীর প্রত্যেককে ২০হাজার টাকা মুল্যের চেকসহ সর্বমোট ২০লাখ ১০হাজার টাকা মুল্যের ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) মো.রেদুয়ানুল হালিম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।
এস এ/বি এন-০১