দোয়ারাবাজার প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২১
১০:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২১
১০:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রইছ মিয়া নামের এক বখাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক এনজিও কর্মী।
সম্প্রতি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দোয়ারাবাজার থানায় বখাটের বিরুদ্ধে মামলা এজহারভুক্ত করা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, উপজেলা সীমান্তের লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের দিনমজুরের স্ত্রী এনজিও কর্মী হিসেবে ধাত্রীর কাজ করে আসছেন। একই গ্রামের আবদুল মোতালেবের বখাটে পুত্র রইছ মিয়া দীর্ঘদিন ধরে ওই এনজিও কর্মীকে উত্যক্ত করে আসছে।
বিভিন্ন সময় মোবাইল ফোনে কু-প্রস্তাবসহ তার সাথে সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় সময় তাকে মোবাইল ফোনে এবং পথরোধ করে হুমকি ধামকীসহ অশালীন আচরণ করে। এসব ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বিচারও করা হয়।
সোমবার (২০ ডিসেম্বর) এনজিও কর্মী কাজে বের হলে বখাটে রইছ তার মোবাইলে ফোন দিয়ে তাকে কু-প্রস্তাব দেয়।
এতে রাজি না হওয়ায় বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা রইছ মিয়া তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এক পর্যায়ে টানাহেচড়া করে তার শ্লীলতাহানি ঘটায়। এসময় ডেলিভারি মেশিনসহ বিভিন্ন সরঞ্জমাদি এবং নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওষুধপত্রসহ মেশিন অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণ জ্বালিয়ে দেয়।
এ ঘটনার পর সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রইছ মিয়া এলাকার এক চিহিৃত বখাটে। সে সীমান্ত এলাকার এক ত্রাশ। দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাই সিন্ডিকেটের সাথে সক্রিয় রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও প্রভাবশালীদের ছত্রছায়ায় সে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন এবং চোরাকারবারির সাথে জড়িত থেকে নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। বিগত ১৯ বছর যাবত ইউপি চেয়ারম্যান আমীরুল হকে সেল্টারে সীমান্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রইছ মিয়া অত্যান্ত উগ্র ও বখাটে প্রকৃতির লোক হওয়ায় তার বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলে না। এনজিও কর্মীকে মারধরের ঘটনার পর তার বিরুদ্ধে মামলা এফআইআর করা হলে সে এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে। মোবাইল ফোনে অসহায় মেয়েটিকে হুমকি-ধামকি দিয়ে আসছে। দীঘদিন ধরে তার কৃত অপকর্মের কারণে সীমান্ত এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, বখাটে রইছ মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এইচ এইচ/বি এন-১১