ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২১
০৮:২০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১
০৮:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে অভিযান চালিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার সাঁটানোর দায়ে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমদ ও বিপ্লব বিশ্বাসকে পাঁচ হাজার টাকা করে এবং সাধারণ সদস্য প্রার্থী আব্দুল হাই, দিলোয়ার হোসেন, আজিজুর রহমান ও রতন মিয়াকে দুই হাজার টাকা করে সর্বমোট ১৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) বেলা দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার বংশীকুন্ডা বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, মধ্যনগর থানার উপরিদর্শক (এসআই) আবদুল মালেক, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আবুল হাসান প্রমুখ।
আগামি ৫ জানুয়ারি এ উপজেলার ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এ/বি এন-০১