ছাতকে প্রধানমন্ত্রী এবং হাইকোর্ট নিয়ে কটুক্তির দায়ে যুবক গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি


ডিসেম্বর ২৫, ২০২১
০৯:০৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২১
০৯:০৭ অপরাহ্ন



ছাতকে প্রধানমন্ত্রী এবং হাইকোর্ট নিয়ে কটুক্তির দায়ে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত এবং হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেইসবুকে পোস্ট করার দায়ে লুত্ফুর রহমান শাওন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে।  

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট এবং রাষ্ট্র বিরোধী কয়েকটি ফেইসবুক গ্রুপ এবং পেইজ পরিচালনা করে গুজব প্রচার করার অভিযোগে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা নং (২০) দায়ের করেন। 

এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সাব ইন্সপেক্টর নাজমুল শেখ তদন্ত শেষে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

এম এ/বি এন-০৭