ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২১
০৯:১৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২১
০৯:১৯ অপরাহ্ন
৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় চেয়ারম্যান পদের ৯জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ধর্মপাশা সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী এবং সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেনকে তিন কার্য দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। আর নবগঠিত মধ্যনগর উপজেলা যুবলীগের সহ- সভাপতি আসাদুজ্জামান রোকন এবং মধ্যনগর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাসকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণক্রমে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এবং সম্পাদকের কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল গত ২৩ডিসেম্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিদোহী প্রার্থীদের ব্যাপারে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়।
আওয়ামী লীগের পদবীধারী বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটি এম নাজিম উদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক ইকবাল, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন, নবগঠিত মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রভাকর তালুকদার পান্না, নবগঠিত মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সঞ্জিব তালুকদার, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলা উদ্দিন শাহ, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন, চামরদানী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগর বিদ্রোহী প্রার্থী হাদিস মিয়া ও পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সদস্য ও পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী বিদ্রোহী প্রার্থী রুকনুজ্জামান রোকনকে বহিষ্কার করা হয়েছে।
এস এ/বি এন-০৮