ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২১
০৯:২২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার সাঁটানো ও নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী প্রচার চালানোর দায়ে সেলবরষ ইউনিয়নের মো.মতিউল হক (ঘোড়া প্রতীক) ও মো.গোলাম ফরিদ (মোটর সাইকেল) নামের দুজন চেয়ারম্যান প্রার্থীকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, স্থানীয় বাসিন্দা বকুল মিয়া,শাহ ইকবাল হোসেন প্রমুখ। আগামী ৫ জানুয়ারি এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এ/বি এন-০৯