জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২১
০১:৪৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
০২:২২ অপরাহ্ন
জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাত ইউনিয়নে আওয়ামী লীগের ৩ জন, বিএনপি নেতাসহ স্বতন্ত্র ৪ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁরা হলেন, কলকলিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে ৫৮৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের
প্রার্থী আলাল হোসেন রানা নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫১৮৯ পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আঙ্গুর মিয়া নৌকা প্রতীকে ৪৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীকে ভোট পান ৩৪৮৬। চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৫০০০।
ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক বিদ্রোহী প্রার্থী আরশ মিয়া চশমা প্রতীকে ৩৩০০ ভোট পান। রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছদরুল ইসলাম নৌকা প্রতীকে ৭১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রাোহী প্রার্থী শহিদুল ইসলাম রানা আনারস প্রতীকে ৪২৩৭ ভোট পেয়েছেন।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৫৬৬৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান চশমা প্রতীকে ৪৬৮৬ ভোট পান। আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রাোহী প্রার্থী আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪৫০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস সত্তার নৌকা প্রতীকে ৩০২০ ভোট পান। পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মখলুছ মিয়া ঘোড়া প্রতীকে ৪৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪১৭১।
এএ/আরসি-১৪