ধর্মপাশা প্রতিনিধি
                        ডিসেম্বর ২৭, ২০২১
                        
                        ০৯:২০ অপরাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
                        
                        ০৯:২০ অপরাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত নয়জন মেধাবী শিক্ষার্থীকে আজ সোমবার (২৭ ডিসেম্বর )দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আলোকবর্তিকা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির উদ্যোগে চলতি বছরের ৩০ নভেম্বর বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ৪৯ জন ছাত্র ছাত্রী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকবর্তিকা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল কাদির।
এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম।
সংগঠনটির সাধারণ সম্পাদক ঝুটন মিয়ার সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির সহ সভাপতি আবদুল মান্নান, সংগঠনটির শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রীতম মন্ডল, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান, রাসেল আহমদ, আজিম মাহমুদ, বিপ্লব বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নয়জন শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
এস এ/বি এন-০৮