জিয়াউল হক জিয়া, কুলাউড়া
ডিসেম্বর ২৭, ২০২১
০২:৫৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০২:৫৮ অপরাহ্ন
মাছ লুট হওয়ায় হাকালুকি হাওরের বিভিন্ন জলমহালে মাছের আকাল দেখা দিয়েছে। এর ফলে দেখা দিয়েছে ইজারাদার সংকটও। সরকার নির্ধারিত ইজারা মূল্যের অর্ধেক দামেও মিলছে না ইজারাদার।
হাওরপারের মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা জানান, ‘বিলের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ইজারার আগেই বিলের মাছ লুট হয়ে যাচ্ছে। অবৈধ মাছ শিকার বন্ধ না করা ও মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় হাকালুকি হাওরের জলাশয়গুলোতে মাছ দুষ্প্রাপ্য। বিভিন্ন বিল থেকে সরকার নির্ধারিত ইজারা মূল্যের অর্ধেক দামেরও মাছ পাওয়ার সম্ভাবনা নেই। তাই নিশ্চিত লোকসান জেনে অনেকেই বিলের ইজারা নিতে আগ্রহী হচ্ছেন না। প্রস্তাবিত মূল্যে ইজারা দেওয়া না হলে এ টাকাও সরকার হারিয়ে ফেলবে।’
জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের বিশ একরের অধিক আয়তনের জলমহালের সরকারি রাজস্ব আদায় করা যায়নি এমন পাঁচটি বিলের ১৪২৮ বঙ্গাব্দের ৩১ চৈত্র পর্যন্ত খাস আদায়ের জন্য দরপত্র আহŸান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ ও ১৫ নভেম্বরের মধ্যে কয়েকটি মৎস্যজীবী সমবায় সমিতি ইজারার জন্য আবেদন করে।
প্রায় ৫০০ একর আয়তনের বড়লেখার ‘হাওয়া বর্ণি সিংজুরী ও ফুটবিল গ্রæপ (বদ্ধ) ফিসারির সরকারি ইজারা মূল্য ৬১ লাখ ৮২ হাজার ৮৭৯ টাকা। এ বিল খাস কালেকশনে ইজারা নেওয়ার জন্য টেন্ডারের তৃতীয় পর্যায়ে ১০ লাখ ২৭ হাজার ৫২৫ টাকায় প্রস্তাব করে হাকালুকি মৎস্যজীবী সমবায় সমিতি। যা সরকারি মূল্যের চেয়ে প্রায় ৫২ লাখ টাকা কম।
প্রায় ৭০ একর আয়তনের ‘দুধাই বিল বদ্ধ’ জলমহালের সরকারি ইজারা মূল্য ১০ লাখ ৫২ হাজার ১০০ টাকা। দ্বিতীয় পর্যায়ের টেন্ডারে ৩ লাখ ২ হাজার টাকায় বিলটি খাস কালেকশনে নিতে প্রস্তাব করে বড়লেখার ‘দূর্গাই মৎস্যজীবী সমবায় সমিতি’ পশ্চিম গগড়া। যা ইজারা মূল্যের চেয়ে সাড়ে ৭ লাখ টাকা কম।
প্রায় ৩৫ একর আয়তনের বড়লেখার ‘নিরাই বিল ও খাল’ এর সরকারি ইজারা মূল্য ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। প্রথম পর্যায়ে এ জলমহালটির মাত্র ৩৫ হাজার টাকা ইজারা প্রস্তাব করেছে বড়লেখার ইসলামপুরের ‘যমুনা মৎস্যজীবী সমবায় সমিতি’।
প্রায় ২৮৬ একর আয়তনের হাকালুকির ‘কালাপানি (বদ্ধ)’ জলমহালের সরকারি ইজারা মূল্য ১০ লাখ ৫৩ হাজার ৩৬৬ টাকা। এ বিলটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ লাখ ৫ হাজার টাকায় খাস কালেকশন ইজারা নেওয়ার প্রস্তাব করে জুড়ীর ‘যমুনা মৎস্যজীবী সমবায় সমিতি’। যা সরকারি ইজারা মূল্যের প্রায় সাড়ে ৭ লাখ টাকা কম।
বড়লেখার সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন জানান, ‘জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির গত ২১ নভেম্বরের সভায় হাকালুকির কয়েকটি বিলের খাস কালেকশনের দরপত্র আবেদন নিয়ে আলোচনা হয়। সরকারি মূল্যের চেয়ে প্রস্তাবিত মূল্য অনেক কম হওয়ায় চারটি বিলের দরপত্র আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত হয়। পুনরায় আহ্বানকৃত দরপত্র আবেদন নিয়ে আগামীকাল মঙ্গলবার জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সভায় বসবে।
আরসি-১৮