শান্তিগঞ্জে জলমহালে বেআইনী মাছ ধরার অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২১
০৮:০৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৮:০৮ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে জলমহালে বেআইনী মাছ ধরার অভিযোগ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কাঠালিয়া চাতল উদয়তারা জলমহালে বেআইনী ভাবে মাছ ধরায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাঠালিয়া মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বজলু মিয়া। 

তিনি সোমবার (২৭ ডিসেম্বর) শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবরে এ লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালিয়া চাতল উদয়তারা গ্রুপ জলমহালের অভয়াশ্রমে জলাশয় জীববৈচিত্র্য রক্ষার্থে উন্নয়ন স্কীমের আওতায় চলতি বাংলা সন ১৪২৮ থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত ০৬ (ছয়) বছর মেয়াদে ইজারা পায় চাতল উদয়তারা বিল ব্যবহারকারী সংগঠন। 

উন্নয়ন স্কীমের জলমহাল ফাইল ফিসারী ৩ বছর অন্তর অন্তর ৬ বছরে দুইবার মাছ আহরণ করার কথা থাকলেও ইজারা গ্রহণের পর থেকে সমিতির লোকজন বিল শ্যালো মেশিন দিয়ে শুকিয়ে মৎস্য নিধন করছে। 

এ ব্যাপারে চাতল উদয়তারা বিল ব্যবহারকারী সংগঠনের সভাপতি সোনাহর আলী বলেন, আমাদের গ্রুপ জলমহালের লামার খাড়া এলাকায় আশপাশের প্রায় ৩/৪ শ হেক্টর বোর জমি আছে। এসব বোরো জমিতে চাষাবাদের জন্য লোকজন পানি সেচ করছে। এতে লামা কাড়ার পানি শুকিয়ে মাছ ভেসে গেছে।  তাই ছোট জাল দিয়ে মাছ ধরছি।  এ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাদেরকে হয়রানী করার জন্য দায়ের করা হয়েছে। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার বলেন, লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।  অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস টি/বি এন-০২