দোয়ারাবাজারে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দোয়ারাবাজার শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বক্তারা বলেন, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ এর ওপর সন্ত্রাসী হামলার সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এ নিয়ে গড়িমসি করা হলে উপজেলার কোনও শিক্ষক সমাজ তা মেনে নেবে না। 

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ এর ওপর সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করে একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের আলাউদ্দিন এর পুত্র অনিক মিয়া। এব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মশিউর রহমান, আনোয়ার হোসেন, আবদুল মান্নান, মুহিবুর রহমান, ছাইদুর রহমান, ইয়াকুব আলী, আবদুস শহীদ, আবুল কাশেম, ফারুক মিয়া, ইকবাল হোসেন, কাজী শাহজাহান প্রমুখ।

এইচ এইচ/বি এন-০৫