জগন্নাথপুরে সংসদ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২১
০৯:৫২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৯:৫৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে সংসদ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে জগন্নাথপুরবাসী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এতে জগন্নাথপুরের বিভিন্ন স্তরের নারী পুরুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এমপি হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুরবাসীকে নিয়ে কটাক্ষ করে কথা বলায় আমাদের কষ্ট হচ্ছে। অতি বিলম্বে এমপি তাঁর বক্তব্য প্রত্যাখান করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমরা উপজেলার সর্বস্তরের লোকজনকে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবো। 

বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, পৌর কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা সদস্য এম. শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তি ও বিভিন্ন সুত্রে জানা যায়, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলাবাসীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এ বক্তব্যে জগন্নাথপুরের মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিস্ফোরণ ঘটে।  

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক দরিদ্র নারী সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের সঙ্গে দেখা করে একটি ঘরের আবেদন করলে তিনি ওই নারীকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করেন।

এসময় ওই নারী তার বাড়ি সিলামে বলে জানান। এসময় সাংসদ হাবিবুর রহমান তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর নয় তো বলে কটাক্ষ করেন। এসময় ওই নারী তিনি এরকম নন বলতে শোনা যায়। পরে সংসদ সদস্য হাবিবুর রহমান ইউএনওকে ফোন করে মুজিব বর্ষে তাকে ঘর করে দিতে বলেন।  

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তব্য ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এ এ/বি এন-১৪