শান্তিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মাটি ভরাট

শান্তিগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ৩১, ২০২১
০৯:৪২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩১, ২০২১
০৯:৪৫ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মাটি ভরাট

শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে। পৈত্রিক সম্পত্তিতে জোর পূর্বক মাটি ভরাটের বিষয়ে আস্তমা গ্রামের মৃত ওয়াজিদ উল্লাহর ছেলে ইউসুফ আলী বাদী হয়ে বিগত ২১ ডিসেম্বর শান্তিগঞ্জ থানায় ও ২৩ ডিসেম্বর মৃত চেরাগ আলীর ছেলে আব্দুল আহাদ বাদী হয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় শান্তিগঞ্জ উপজেলাধীন চেচারকোনা মৌজাস্থিত ২০৭ নং জেএলস্থিত ১৭৭ নং খতিয়ানভুক্ত ৬৫০ দাগে ১৫ শতক জায়গা অভিযোগকারীর পৈতৃক সম্পত্তি। পিতার মৃত্যুর পর তারা ভোগদখল করে আসছেন।

ঘটনার দিন সকাল ১০ ঘটিকার সময় জোরপূর্বক একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সেবুল মিয়া, মৃত আবারক আলীর ছেলে মজিল মিয়া, আতাউর রহমান সহ অজ্ঞাতনামা কয়েকজন সংঘবদ্ধ হয়ে তপশীল বর্ণিত জfয়গায় মাটি ভরাট শুরু করে। তখন অভিযোগকারী বাধা তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণে মারার ভয় দেখায় মাটি ভরাট করে প্রভাবশালীরা। 

সরেজমিন ঘটনাস্থলে গেলে অভিযোগকারী ইউসুফ আলী ও তার পরিবারের লোকজন জানান, আমরা গরীব অসহায় হতদরিদ্র এই জমিটুকু ছাড়া আমাদের আর কোন জমি নাই, থানায় মামলা দায়েরের পর পুলিশ ৪ বার ঘটনাস্থলে এসে নিষেধ করে আসলেও বিবাদীগণ কর্ণপাত না করায় আমি বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হই। বিজ্ঞ আদালত উক্ত জায়গায় ১৪৪ ধারা জারী করে করে বিবাদীগনকে থানা ও সহকারি কমিশনার কর্তৃক নিষেধ করার পর ও তাহারা জোরপূর্বক মাটি ভরাট অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী, দেশবাসী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। 

এ ব্যাপারে অভিযুক্ত সেবুল মিয়া জানান, আমরা এই জায়গায় দখলে আছি আমাদের কোন কাগজাদি নাই। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মুক্তাদীর হোসেন জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে মাটি ভরাট করতে নিষেধ করেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস টি/বি এন-০৮