জগন্নাথপুরে ট্রাক্টরের-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জগন্নাথপুর প্রতিনিধি


জানুয়ারি ০২, ২০২২
১১:২৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২২
১১:২৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে ট্রাক্টরের-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু'জন নিহত হয়েছেন।

আজ রবিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের অটোরিকশা চালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি রানীগঞ্জ যাওয়ার পথে আলীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা ওই যাত্রী ঘটনাস্থলে মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গাড়ি দু'টি  আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এএ/আরসি-১৪