জামালগঞ্জে নির্বাচনী সহিংসতায় পুলিশের মামলা, আটক ৩

জামালগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৬, ২০২২
১০:০২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
১০:০৩ পূর্বাহ্ন



জামালগঞ্জে নির্বাচনী সহিংসতায় পুলিশের মামলা, আটক ৩

জামালগঞ্জে নির্বাচনী সহিংসতায় পুলিশ কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ মামলা দায়ের করেন জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জুলহাস উদ্দিন। এতে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২০০ জনকে আসামী করা হয়েছে। এরই প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত ছেলাইয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে বাবুল মিয়া (৪৮), তার ছোট ভাই হাফেজ রইস উদ্দিন (৩২) ও একই গ্রামের সামছুর রহমানের ছেলে শহীদুর রহমান (২১) কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা চলাকালে পরাজিত ইউপি সদস্য বাবুল মিয়া ও তার সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে ভোট কেন্দ্র দখলে নিয়ে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের ঘেরাও করে রাখে।

 খবর পেয়ে বাদী উপ-পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্তদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলে পড়ে। এতে পুলিশ ও আনসার সদস্যদের কয়েকজন গুরুতর আহত হয়। 

আহতদের সবাই জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সেখানেও অভিযুক্তরা হামলা চালায়। বর্তমানে আহত পুলিশ ও আনসার সদস্যদের সবাই সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তারই প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে।

বি আর/বি এন-১০